ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের আনন্দ নেই গাজায়, আরও ২৬ জন  নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৩০০ জনে।

শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েল গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করেছে। চলতি মাসের ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত এবং ৩,০৫৪ জন আহত হয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া উপত্যকাটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি